ওয়ারওইক সামনে পা বাড়ালো, এগোতে এগোতে এমন জায়গায় এসে পৌঁছাল যেখানে ওদের মাথায় উপর মিল এর দেওয়াল শেষ হয়ে গেছে। হল এবার আলোটা উপর দিকে জ্বালতেই তার আশঙ্কার পূর্বাভাস সার্থক হল। ইঁদুরগুলি এগিয়ে এসেছে ওদের দিকে নিঃশব্দ মৃত্যুর মতন। ভীড় করে, শ্রেণীবদ্ধ সৈন্যদের মতন। হাজার হাজার চোখ লোভাতুর চোখে ওদের দিকে তাকিয়ে আছে। দেওয়াল ঘেঁষে দাঁড়ানো সারির উচ্চতা প্রায় মানুষের হাঁটুর কাছাকাছি।
Tag: অনুবাদ সাহিত্য
সারা বিশ্বের বিখ্যাত লেখক লেখিকাদের গল্প ও রচনার বাঙ্গাল ভাষান্তর।