fiction, world literature

এমিলির গোলাপ

বৃদ্ধ নিগ্রো ভৃত্য তাদের এক আবছায়া, ছোট হলঘরের মধ্যে প্রবেশ করায় যেখান থেকে একটি সিঁড়ি আরও ছায়াঘন স্থবির অন্ধকারে উঠে গেছে। চারিপাশে জমাট ধুলো এবং অপব্যবহারের গন্ধ - এক বদ্ধ পরিত্যক্ত গন্ধ।  নিগ্রো তাদের সিঁড়ি বেয়ে পার্লারে নিয়ে আসে। চামড়া মোড়া ভারী আসবাবে সাজানো ঘরটি। ভৃত্যটি ঘরের জানালার কয়েকটি খড়খড়ি খুলতেই, তারা দেখতে পান সেই চামড়ার মোড়কের অধিকাংশ ই জীর্ণ;  তার উপর বসতেই, পাতলা ধুলোর এক অলস আস্তরণ, তাদের থাই এর উচ্চতায় ভেসে উঠে, বাতাসে পাক খেতে থাকে, তীর্যক সুর্য রশ্মির গা বেয়ে। ফায়ারপ্লেস এর সামনে, গিল্টি করা মলিন ইজেল এর উপর, ক্রেয়নে আঁকা, এমিলির পিতার পোর্ট্রেট টাঙানো ছিল।