একটি পাল্টা ঘূর্ণি ফারকুহারকে ধরে অর্ধেক বৃত্তাকারে ঘুরিয়ে ফেলেছিল; সে আবার দুর্গের বিপরীত তীরের জঙ্গলের দিকে তাকিয়েছিল। একঘেয়ে গানের মধ্যে এবার স্বচ্ছ, উচ্চ কণ্ঠের একটি শব্দ তার পিছনে মন্দ্রিত হয় এবং এক স্বতন্ত্র তীব্রতার সাথে জলের ধারে এসে অন্য সমস্ত শব্দকে এমনকি তার কানে ঢেউয়ের আঘাতকে ভেদ করে এবং তাকে বশীভূত করে ফেলছিল। যদিও সে কোন সৈনিক ছিল না, কিন্তু ঘন ঘন সেনাচ্চউনি তে যাতায়াতের ফলে এই ইচ্ছাকৃত, একটানা, উচ্চাকাঙ্খিত নির্ঘোষের তাত্পর্য ও অভিঘাত বোঝার ক্ষমতা তার ছিল ; কতটা ঠাণ্ডা এবং নির্মমভাবে—কী সমান, শান্ত স্বরে, এবং সৈন্যদের মধ্যে প্রশান্তি ও প্রসন্নতা ছড়িয়ে —কী নির্ভুল পরিমিত ব্যবধানে সেই নিষ্ঠুর শব্দগুলি আউরে যাচ্ছিলেন লেফটেন্যান্ট: "কোম্পানি!... মনোযোগ!... কাঁধে অস্ত্র!... প্রস্তুত!... লক্ষ্য!...ফায়ার!" ফারকুহার ডুব দিয়েছিল - যতটা গভীরে পারে, ডুব।
Category: fiction
নিশিবৃক্ষ
কামরার ভিতরটা অতীত বৈভবের স্মৃতিচিহ্ন , ক্ষয়িষ্ণু অন্দরসজ্জার লাল পশমি সীটের বিভিন্ন অংশ ন্যাড়া, আয়োডিন রঙ্গা কাঠের হাতল এর খোসা ছেড়ে এসেছে। সিলিং এর বহু প্রাচীন কপার বাতিটা একই সাথে স্বপানলু এবং বেখাপ্পা। বিষণ্ণ নিষ্প্রাণ ধোঁয়ার চাদর ভেসে রয়েছে ভিতরে, আর কামরার ঘিঞ্জি ভাবটা পরিত্যক্ত স্যান্দউইচ, আপেলের খাওয়া টুকরো, কমলা লেবুর পচা খোসার গন্ধকে তীব্র করে তুলেছে। বিভিন্ন জঞ্জাল যেমন লিলি কাপ, সোডার বোতল, কোঁচকান খবরের কাগজ ছড়িয়ে আছে গোটা আইল জুড়ে। দেওয়ালে লাগানো ঠাণ্ডা পানীয়জলের কল থেকে সমানে জলের ফোঁটা ঝরে পড়ছে মেঝেতে।
এমিলির গোলাপ
বৃদ্ধ নিগ্রো ভৃত্য তাদের এক আবছায়া, ছোট হলঘরের মধ্যে প্রবেশ করায় যেখান থেকে একটি সিঁড়ি আরও ছায়াঘন স্থবির অন্ধকারে উঠে গেছে। চারিপাশে জমাট ধুলো এবং অপব্যবহারের গন্ধ - এক বদ্ধ পরিত্যক্ত গন্ধ। নিগ্রো তাদের সিঁড়ি বেয়ে পার্লারে নিয়ে আসে। চামড়া মোড়া ভারী আসবাবে সাজানো ঘরটি। ভৃত্যটি ঘরের জানালার কয়েকটি খড়খড়ি খুলতেই, তারা দেখতে পান সেই চামড়ার মোড়কের অধিকাংশ ই জীর্ণ; তার উপর বসতেই, পাতলা ধুলোর এক অলস আস্তরণ, তাদের থাই এর উচ্চতায় ভেসে উঠে, বাতাসে পাক খেতে থাকে, তীর্যক সুর্য রশ্মির গা বেয়ে। ফায়ারপ্লেস এর সামনে, গিল্টি করা মলিন ইজেল এর উপর, ক্রেয়নে আঁকা, এমিলির পিতার পোর্ট্রেট টাঙানো ছিল।
আড়াল ( পর্ব ১০-১৭)
©2020 http://WWW. golpoba-gish.com. ALL RIGHTS RESERVED
আড়াল ( পর্ব ১-১০)
১. আড়াল ২.সোমনাথের চিঠি ৩. সোমনাথের ডাইরি ৪. অরণ্যের গহীনে ৫. সোমনাথের শেষ চিঠি? ৬. মেহফিল বার ৭. বিপদ সংকেত ও সন্ন্যাসী ৮. শ্বাপদ ৯. দীর্ঘ রাত্রি