ধারাবাহিক কাহিনী ও গল্প

  • পর্ব ২৪: মাটির টানে

    পর্ব ২৪: মাটির টানে

    এর আগে: আশাবরী দেশে ফিরে আসে। কলকাতা হয়ে চেন্নাইতে মাসির বাড়ি। শুরু করে নতুন কর্মজীবন। ব্যাঙ্গালোরের এক চিত্র প্রদর্শনীতে ধ্রুপদের আঁকা ছবি দেখতে পায়। Madurai, Tamil Nadu. এয়ারপোর্টে নামার পর আশাবরী ভেবেছিলো তাড়াতাড়ি পৌঁছে যাবে। হিসাবমতন দেড় ঘন্টার রাস্তা। এমনিতেও কাজের চাপে এই কয়েকমাসে এখানে আসার প্ল্যানটা পিছিয়ে সেই বর্ষা… Read more

  • পর্ব ২৩: নৈহর ছুটো হি যায়

    পর্ব ২৩: নৈহর ছুটো হি যায়

    এর আগে: বেনের সঙ্গে মেলামেশা আর আশাবরীর জীবনযাপন নিয়ে রাজীব আর আশাবরীর মধ্যে চূড়ান্ত মনোমালিন্য হয়। রাজীব আশাবরীকে অপমান করে। NSC Bose International Airport, Kolkata. আশাবরী এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে নীহারিকার জন্যে। সাড়ে দশটা বাজে।কলকাতার জন্য বেশ রাত,নগরীর লাস্য এখন অবগুন্ঠিত। হাল্কা ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এসে গায়ে লাগলো।ওর ফিরে আসা… Read more

  • পর্ব ২২: Threshold

    পর্ব ২২: Threshold

    এর আগে: ইন্দ্রাণী মুখার্জি আসার পরে আশাবরীর সংসারে জটিলতা বাড়ে। অরুন্ধতী বসুর বাড়িতে ওনাকে কাছ থেকে জানতে পেরে আশাবরী মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সেখানে দেখতে পায় এক চেনা শিল্পীর আঁকা ছবি। ফেরার পথে আবার রাজীব অপমান করে আশাবরীকে। Sydney রবিবার সিডনির আলেক্সান্ড্রিয়া টাউন হলে অরুন্ধতীর গানের অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলো আশাবরী। আশাবরীকে… Read more

  • পর্ব ২১: অরুন্ধতী

    পর্ব ২১: অরুন্ধতী

    এর আগে: কড়াইকুরির বাড়িতে ধ্রুপদের স্কারলেটের স্মৃতি মনে পড়ে,তার মাঝে আবার রিয়েল এস্টেট মাফিয়াদের আগমন হয় ওর বাড়িতে। ওদিকে আশাবরী আর রাজীবের জীবনে এসে পড়েন রাজীবের মা ইন্দ্রাণী। Rockdale, New South Wales ইন্দ্রাণী মুখার্জী ছেলের সংসারের হাল খুব শক্ত হাতে ধরতে চেষ্টা করছেন।প্রতিটি ব্যাপারেই নিখুঁত দৃষ্টি।ছেলে আর পুত্রবধূর সমস্যাটিও ধরতে… Read more

  • পর্ব ২০: স্মৃতি ও সময়

    পর্ব ২০: স্মৃতি ও সময়

    এর আগে: বেন আর অরুন্ধতী বসুর সান্নিধ্যে আশাবরী তার মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করে কিন্তু রাজীবের আশাবরীর জীবনযাত্রা পছন্দ হয়না। স্কারলেটের স্মৃতি: “There is no exquisite beauty…without some strangeness in the proportion” রোমের এক ক‍্যাফেতে প্রথমবার আলাপ হয় দুজনের ।একটি মেয়ে ধ্রুপদের ক‍্যারিকেচার স্কেচ করছে দেখে ধ্রুপদ নিজেই এগিয়ে… Read more

  • পর্ব ১৯: Habanera

    পর্ব ১৯: Habanera

    এর আগে: আশাবরীর গর্ভবতী হওয়ার উপলক্ষ্যে সিডনি অপেরা হাউসের ঐতিহ‍্যশালী রেস্টুরেন্টে উদযাপন করে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীদের হাতে রাজীব আর আশাবরী আক্রান্ত হয়। ঘটনাচক্রে আশাবরীর শ্লীলতাহানি ও গর্ভপাত ঘটে এবং রাজীবের সঙ্গে তার এই প্রথমবার এক মানসিক ব‍্যবধান তৈরী হয়। Karaikudi, TN. বেশ কয়েকদিন হতে চললো আশাবরীর থেকে কোনো… Read more

1 thought on “ধারাবাহিক কাহিনী ও গল্প”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.